ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে ওয়ার্ড পর্যায়ে ঢাকা ওয়াসা বিশুদ্ধ পানি সরবরাহ করে। নবগঠিত ওয়ার্ডগুলোতে ওয়াসা কার্যক্রম সন্তোষজনক নয় এবং বিভিন্ন ওয়ার্ডে ওয়াসার পানি নিয়ে বিভিন্ন অভিযোগের কথা শোনা যায়। সকল এলাকায় ওয়াসা অবকাঠামোগতভাবে হলেও পৌঁছে গিয়েছে। কিন্তু যাত্রাবাড়ী থানার অন্তর্গত ৪৯ নং ওয়ার্ডে অবস্থিত ‘সিটি পল্লী’ নামক এলাকায় ওয়াসার লাইন পৌঁছায়নি। ওই এলাকার স্থানীর অধিবাসীরা বিশুদ্ধ পানির জন্য স্থানীয় সিন্ডিকেটের দ্বারস্থ হয়ে উচ্চমূল্যে অবৈধ লাইন থেকে পানি নিতে বাধ্য হন। এরই প্রেক্ষিতে স্থানীয় সরকারের অধীনে পরিচালিত ঢাকা ওয়াসার সেবাবপ্নচিত এলাকাবাসীদের নিয়ে এই পার্টিসিপেটরি ভিডিওটি তৈরি হয়।
ইশতিয়াক নূর মুহিত, ঢাকা;
যোগাযোগঃ istiaqmuhit@gmail.com