“দরিদ্র মা’র জন্য মাতৃত্বকাল ভাতা’’প্রদান কর্মসূচি বাস্তবায়ন নীতিমালা, মার্চ, ২০১১” এর আওতায় “দরিদ্র মা’র জন্য মাতৃত্বকাল ভাতা’’ প্রদান কর্মসূচি” রয়েছে। এখানে গ্রামের দারিদ্র গর্ভবতী মায়েদের অর্থ প্রাপ্তির সুযোগ রয়েছে। কিন্তু কমিউনিটির মায়েরা এ সুযোগ থেকে বঞ্চিত। বেশ কিছু ক্ষেত্রে দেখা যায় সরকারি মাতৃত্বকালীন অর্থ প্রাপ্তির জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদের দফাদার ঘুষ দাবী করে। ফলে মাতৃত্বকালীন সময়ে তারা সরকারি অর্থসেবা পাচ্ছেন না আর পেলেও অনেকক্ষেত্রে নানারকম ভোগান্তির স্বীকার হতে হচ্ছে। এরই প্রেক্ষিতে ভিডিওটি নির্মিত হয়।
মোঃ রিয়াদ হোসেন বটিয়াঘাটা, খুলনা।
যোগাযোগঃ fahimalriyad51@gmail.com