নোয়াখালী জেলা শহরের অর্থনীতি, সংস্কৃতির সাথে বিপুল পরিমাণ কর্মজীবি নারী এবং শিক্ষার্থীসহ অন্যান্য পেশার নারীরা সরাসরি যুক্ত থাকলেও জনস্বাস্থ্যের দিক থেকে তারাই সবচেয়ে বেশী অবহেলিত। হাতে গোনা কয়েকটি শপিং মল ছাড়া অধিকাংশক কর্মজীবী নারীকেই পুরুষ সহকর্মীদের সাথে একই সাথে টয়লেট ব্যবহার করতে হয়। আর শহরজুড়ে ব্যবহারযোগ্য পাবলিক টয়লেটের সংখ্যা শুন্যে এসে ঠেকেছে। যেখানে সাধারণ মানুষের জন্যেই পর্যাপ্ত পাবলিক টয়লেটের সংকট সেখানে নারীদের অবস্থা কি তা সহজেই অনুমেয়। শিক্ষার্থী, কর্মজীবি নারী, গৃহিনীদের সাথে কথা বলে দেখা যায় পথিমধ্যে যেন টয়লেট না চাপে সেজন্য আগে থেকেই পানি বা অন্যকোন খাবার খাওয়া থেকে বিরত থাকেন। সারাদেশেই নারীরা অধিকাংশ সময়েই গনশৌচাগার ব্যবহার করতে স্বাচ্ছন্দ্যবোধ না করায় সেখানে যাওয়া থেকে বিরত থাকেন। এর ফলে কর্মজীবী নারীরা দ্রুতই কিডনি জটিলত এবং ইউরিন ইনফেকশনের শিকার হন।
উম্মে সালমা
মাইজদী, নোয়াখালী
ইমেইলঃ ummesalmapopi@gmail.com