জয়পুরহাট জেলায় বর্তমানে কমিউনিটি ক্লিনিকের সংখ্যা ১১২ টি। কমিউনিটি ক্লিনিক দেশের সর্বনিম্ন স্তরের সেবাদানকারী প্রতিষ্ঠান। প্রত্যেক ৬০০০ জন মানুষের জন্য একটি করে কমিউনিটি ক্লিনিক থাকার কথা, কিন্তু আদতে আছে প্রত্যেক ১২০০০ জনের জন্য ১ টি করে। দেশের কোনো এলাকাতেই কমিউনিটি ক্লিনিকের সেবার মান নিয়ে মানুষের সন্তুষ্টির কথা শোনা যায় না।
জয়পুরহাটের ১১২ টি ক্লিনিক ও এর ব্যতিক্রম নয়। কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার হচ্ছেন এই ক্লিনিকের মূল ব্যক্তি। সপ্তাহে ৭ দিন দায়িত্থাব পালনের কথা থাকলেও কোনো কোনো ক্লিনিকের এই মূল ব্যক্তি অধিকাংশ সময়ে অনুপস্থিত থাকেন। ক্লিনিক প্রদত্ত সুযোগ সুবিধা সম্বন্ধে অত্র এলাকার মানুষ সম্পূর্ণ অবগত নন। এছাড়াও দালালের উৎপাত তো রয়েছেই। এসবের পেছনে মূল কারণ, কেন কমিউনিটি ক্লিনিক ভাল সেবা দিতে পারছে না এরই প্রেক্ষিতে ভিডিওতে নির্মিত।
মোহাম্মদ রিদওয়ান রহমান
জয়পুরহাট
ইমেইলঃ ridwan.rahman04@gmail.com