
কৈফিয়তের কায়দাকানুন
সামাজিক জবাবদিহিতার কৌশল, পদ্ধতি, নীতিমালা এবং সেগুলো প্রয়োগের প্রকিয়া সম্পর্কে জানতে ‘কৈফিয়তের কায়দাকানুন’- সামাজিক জবাবদিহিতা বিষয়ক টুলকিটটি প্রণয়ন করা হয়েছে। এই টুলকিটটি ব্যবহারের মাধ্যমে স্থানীয় পর্যায়ে জনপরিষেবা ব্যবস্থাপনায় তরুনদের অংশগ্রহণ ও নেতৃত্ব সৃষ্টির মাধ্যমে অধিকতর জনবান্ধব, অংশগ্রহণমূলক ও স্বচ্ছ জনপরিষেবা ব্যবস্থাপনা গড়ে উঠবে।