একাউন্টেবিলিটি অ্যাকশান
জবাবদিহিতা প্রক্রিয়া জোরদার করতে তরুণদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে
একশনএইড বাংলাদেশ ও পার্টিসিপেটরি রিসার্চ অ্যাকশান নেটওয়ার্ক- প্রান
এর একটি যৌথ উদ্যোগ।

একাউন্টেবিলিটি অ্যাকশান তরুণদের জন্য দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ, মাঠ পর্যায়ে অনুশীলন, এক্সপোজার ভিজিট ইত্যাদির সুযোগ তৈরি করে দেয়। এছাড়াও নিজেদের কমিউনিটিতে তরুণদের জবাবদিহিতা উদ্যোগ সমর্থন এবং বাস্তবায়নে তাদের প্রদত্ত পরিকল্পনার ভিত্তিতে স্বল্প অনুদানের সুযোগ রয়েছে।

আমাদের সম্পর্কে

বর্তমানে বাংলাদেশের মোট জনসংখ্যার ৬৫ শতাংশ এরও বেশি কর্মক্ষম। একে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা জনমিতিক লভ্যাংশ বলা হয় যা ২০৫০ সাল পর্যন্ত অব্যাহত থাকবে। তরুণরা যে কোনো পরিবর্তনের মূল ক্রিড়ানক হিসেবে কাজ করে এবং বর্তমানে বাংলাদেশের তরুণদের এই প্রাচুর্য টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার প্রত্যাশিত অর্জনে সবচেয়ে কার্যকর এবং প্রাসঙ্গিক ভূমিকা পালন করতে পারে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায়, দুর্নীতি ও দারিদ্র্যমুক্ত অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে হলে জনসেবার প্রতিটি ক্ষেত্রে জবাবদিহিতা প্রয়োজন। জবাবদিহিতা নিশ্চিতকরণে তরুণদের সক্রিয় অংশগ্রহণ এবং গৃহীত উদ্যোগ বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতিকে অংশগ্রহণমূলক, সেবামুখী করে তুলতে পারে। এর সাথে সাথে নির্বাচিত প্রতিনিধিদের জবাবদিহিতার চর্চায় আনতে পারে।
একাউন্টেবিলিটি অ্যাকশানের সাথে শেখার মাধ্যমে তরুণরা তথ্য অধিকার, নাগরিক সনদ, সরকারের অভ্যন্তরীণ জবাবদিহিতা পদ্ধতি সম্পর্কে জানতে পারেন যার মাধ্যমে তারা সরাসরি কমিউনিটির সাথে কাজ করতে পারেন এবং তাদের অভিজ্ঞতাগুলো কৌশলগতভাবে স্থানীয় থেকে জাতীয় পর্যায়ে তুলে ধরতে পারেন।

কৈফিয়তের কায়দাকানুন

সামাজিক জবাবদিহিতার কৌশল, পদ্ধতি, নীতিমালা এবং সেগুলো প্রয়োগের প্রকিয়া সম্পর্কে জানতে ‘কৈফিয়তের কায়দাকানুন’- সামাজিক জবাবদিহিতা বিষয়ক টুলকিটটি প্রণয়ন করা হয়েছে। এই টুলকিটটি ব্যবহারের মাধ্যমে স্থানীয় পর্যায়ে জনপরিষেবা ব্যবস্থাপনায় তরুনদের অংশগ্রহণ ও নেতৃত্ব সৃষ্টির মাধ্যমে অধিকতর জনবান্ধব, অংশগ্রহণমূলক ও স্বচ্ছ জনপরিষেবা ব্যবস্থাপনা গড়ে উঠবে।

সাম্প্রতিক কার্যক্রম

আমাদের সাথে যুক্ত হোন

কমিউনিটি পর্যায়ে সামাজিক জবাবদিহিতা এবং তরুন নেতৃত্ব উন্নয়নের মাধ্যমে উন্নতর জনপরিসেবা নিশ্চিত করার জন্য আমরা তরুনদের সাথে বিভিন্ন প্রচার, প্রচারণা এবং কর্মসূচি নিয়ে থাকি। এছাড়াও তরুণরা বিভিন্ন ধরণের প্রশিক্ষণে অংশগ্রহণ, ফেলোশিপ প্রাপ্তি, জবাবহিদিতা বিষয়ে ইনোভিটিভ কর্মসূচি বাস্তবায়নের জন্য ক্ষুদ্র অনুদান প্রাপ্তির সুযোগ রয়েছে।

সাবস্ক্রাইব করুন

আমাদের নিউজলেটার পেতে নিন্মের ছকটি পূরণ করুন। আমাদের প্রশিক্ষণ, ক্যাম্পেইন, প্রকাশনা এবং বিশেষ কর্মসূচি সম্পর্কে আপনাকে জানানো হবে।

আমাদের সাথে যোগাযোগ করুন

আমাদের ঠিকানা

বাড়ি ১৮৭, সড়ক ১০, নতুন হাউজিং এস্টেট, মাউজদী কোর্ট, নোয়াখালী।

আমাদের ইমেইল

pranbd@gmail.com

আমাদের ফোন নং

০১৯১৯ ২৩১ ৭২২

সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন